ওঝার কাছে যাবো না, জীবন আর হারাবো না! এই শ্লোগানকে সামনে রেখে আজ বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলাসহ দেশব্যাপী সাপাকাটা রুগিদের ঝাড়ফুঁক দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ভন্ড ওঝাদের গ্রেফতারের দাবিতে যুব ফেডারেশন ঝিনাইদহের উদ্যোগে মানববন্ধনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।এন্টিভেনমের যুগে সাপে কাটা রোগীদের তথাকথিত মন্ত্ৰপড়া ঝাড়-ফুঁক দেওয়া ওঝারা অপরাধী, তাদের ভুল চিকিৎসায় মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর দায়ভার তাদেরকেই নিতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন ভন্ড ওঝা'দের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করলে এবং একজন ভন্ড ওঝা' যদি আইনে দোষী সাব্যস্ত প্রমানীত হলে আর কখনো সমাজে ভন্ড ওঝা'দের ভুল চিকিৎসায় সাপে কাটা রোগীদের মৃত্যু হবে না। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, জেলা মহিলা আওয়ালীগের নেত্রী নাসিমা ছিদ্দিকী বুলবুলি, কবি চাঁদ অনিবাণ, মিলন, সাগর,আকাশ, স্বদেশ, মিঠুন বসু। .
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: